ধর্মনগর, ২৪ জুলাই : ধর্মনগর ডিগ্রি কলেজে কিছুদিন আগের এক অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে ফের উত্তপ্ত হয়েছে ধর্মনগর শহর। বৃহস্পতিবার ধর্মনগর আরক্ষা দপ্তরের সামনে ফের পথ অবরোধে বসে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) ছাত্রছাত্রীরা।
অভিযোগ, কিছুদিন আগে ধর্মনগর ডিগ্রি কলেজে বিজেপির ঘনিষ্ঠ তিন বহিরাগত দুষ্কৃতিকারী কলেজে ঢুকে ছাত্রছাত্রীদের হুমকি দেয়। ঘটনার পর এবিভিপি-র পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ও মামলা দায়ের করা হলেও এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এবিভিপির নেতৃত্বে ছাত্রছাত্রীরা ফের পথ অবরোধে বসে। ফলে এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং উত্তেজনা সৃষ্টি হয়। এবিভিপি-র দাবি, যতদিন না অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে, ততদিন তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে।

