নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৩ জুলাই:
হিজাব বিতর্কে উদয়পুর খিলপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উদয়পুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে শিক্ষা উপ- অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে আজ।
গত শুক্রবার ১৮ জুলাই উদয়পুর শহরতলী এলাকার মিশ্র বসতিপূর্ণ খিলপাড়া গ্ৰামে অবস্থিত খিলপাড়া উচ্চমাধ্যমিক স্কুলে হঠাৎ করে সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের হিজাব পরে আসার উপর স্কুল কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা জারি করে। এখানে উল্লেখ থাকে যে প্রথমে ডিও ইনচার্জ পরবর্তী সময়ে গোমতী জেলা শিক্ষা অধিকারী অফিসের ওএসডি ঝুমা দেব গত ১০ জুলাই উদয়পুর খিলপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেন। অনেক তালবাহানা এবং চেষ্টা করেও বদলিরোধ করা সম্ভব হয়নি তাই একপ্রকার বাধ্য হয়েই উদয়পুর খিলপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেন।
ভারতের সর্বোচ্চ আদালত যেখানে হিজাব সংক্রান্ত বিষয়ে চুড়ান্ত কোন সিদ্ধান্ত দেয় নাই সেখানে খিলপাড়া স্কুল কর্তৃপক্ষ হঠাৎ করে দীর্ঘদিন ধরে চলমান হিজাব পরে আসা প্রক্রিয়ার বিরুদ্ধে কেন নিষেধাজ্ঞা জারি করেন- তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।
আজ ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে গোমতী জেলা উপশিক্ষা অধিকর্তা বরাবর প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি সৌমিত্র বিশ্বাসের নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়। জাতীয় কংগ্রেস অবিলম্বে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্যেশ্য এই অবৈধ নির্দেশের জন্য তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষিকা ঝুমা দেবের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। ডেপুটেশনে উপস্থিত ছিলেন পিসিসি সদস্য প্রদীপ সরকার,ছাএ নেতা হূমায়ুন মিঞা, অভি কুমার জমাতিয়া, স্বপন নমঃ দাস ও লিটন দাস প্রমুখ। এই ঘটনায় খিলপাড়া এলাকায় ছি: ছি: রব উঠেছে।

