চুরি যাওয়া বাইক উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেয় ট্রাফিক পুলিশ

আগরতলা, ২৩ জুলাই : চুরি যাওয়া বাইক উদ্ধার করে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আজ বাইক প্রকৃত মালিকের হাতে তুলে দেন ট্রাফিক।তবে চুরিকান্ডের সঙ্গে যুক্ত অভিযুক্তকে আটক করতে পারলো না পুলিশ। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন ট্রাফিক ডিএসপি দীপক কুমার সরকার।

ঘটনার বিবরণে এই বিষয়ে ট্রাফিক পুলিশের ডি এস পি দীপক কুমার সরকার জানান, গত ১৯ তারিখে নিশ্চিন্তপুর ঈশান চন্দনগর স্কুলের সামনে থেকে একটি বাইক চুরি হয়েছিল। পরবর্তী সময়ে বাইকের মালিক আমতলী থানায় একটি চুরির মামলা করেন। গতকাল ট্রাফিক অভিযানের সময় বটতলা এলাকা থেকে ওই চুরি যাওয়া বাইকটি উদ্ধার করে ট্রাফিক পুলিশ। আজ বাইকের মালিকের হাতে ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে বাইকটি তুলে দেওয়া হয়।