রাতের আঁধারে গৃহস্থের বাড়িতে চুরি

আগরতলা, ২৩ জুলাই : রাতের আঁধারে হাত সাফাই করল চোরের দল। গতকাল রাতে মেলাঘর কলম ক্ষেত স্কুল সংলগ্ন এক গৃহস্থের বাড়িতে চোরের দল হানা দিয়েছে। চোরের দল হানা দিয়ে রাবার সিট এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিবরণে বাড়ির মালিক অলক মল্লিক বলেন, আজ সকালে ঘুম থেকে উঠে দেখেন তার ঘরের টিনের বেড়ার পিছন দিয়ে কেটে ঘরে প্রবেশ করেছে চোরের দল। চোরের দল হানা দিয়ে রাবার সিট, অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায়। সাথে সাথে তিনি পুলিশকে খবর দিয়েছেন।

তিনি আরও বলেন, আগেও একবার চুরি হয়েছিল তাঁর বাড়িতে। তার ঘরের বেড়া টিন কেটে ঘরে প্রবেশ করে রাবারের সিট সহ আলমারি ভেঙে জিনিসপত্র লন্ডভন্ড করে কিছু সিটি গোল্ডের হার নিয়ে যায়।