রক্তের চাহিদা ও জোগানের মধ্যে ভারসাম্য রক্ষার্থে জনগনকে রক্তদানে এগিয়ে আসতে হবে : মেয়র

আগরতলা, ২৩ জুলাই : রক্তের চাহিদা ও জোগানের মধ্যে ভারসাম্য রক্ষার্থে জনগনকে রক্তদানে এগিয়ে আসতে হবে। আজ ওএনজিসি এমপ্লয়িস ইউনিয়ন অফ ত্রিপুরার পক্ষ থেকে এক রক্তদান শিবিরে এমনটাই বলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, রাজ্যের হাসপাতালগুলির ব্লাড ব্যাঙ্কে যেন কোন প্রকার রক্তের ঘাটতি না দেখা দেয় সেই লক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে আপামর জনগণ রক্তদানে এগিয়ে এসেছে। এই ধরণের রক্তদান শিবিরের জন্য সরকারি ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের স্বল্পতা দূরীকরণে অনেকটাই সাহায্য হয়েছে।