আগরতলা, ২৩ জুলাই: আজ সদর শহর জেলা উদ্যোগে ‘এক পেড় মাকে নাম’ কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলা পুর নিগমের ৩৫ নং ওয়ার্ডে বৃক্ষরোপন করা হয়েছে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা স্থানীয় বিধায়ক দীপক মজুমদার, সহ অন্যান্য কর্মকর্তারা।
এদিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, সদর শহর জেলার উদ্যোগে আগরতলা ৭ রামনগর মন্ডলের অন্তর্গত পুর নিগমের ৩৫ নং ওয়ার্ডে এদিন বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে গোটা রাজ্যব্যাপী এই কর্মসূচি গৃহীত হয়েছে। রাজ্যের প্রতিটি ওয়ার্ডে প্রতিটি জেলা মহকুমায় এই বৃক্ষরোপণ করে পরিবেশের ভারবজায় রাখা হবে বলে জানান মেয়র।

