কৈলাসহর, ২৩ জুলাই: বর্তমানে কৈলাসহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে শান্তি সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন ঊনকোটি জেলার পুলিশ সুপার আইপিএস সুদাম্বিকা আর।
উল্লেখ্য, বিগত ২১জুলাই বিধায়ক বিরজিত সিনহা উনার কৈলাসহরের বাসভবনে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছিলেন যে, সাম্প্রতিককালে ঊনকোটি জেলার পুলিশ সুপার হিসেবে সুদাম্বিকা আর কাজে যোগ দেওয়ার পর থেকে কৈলাসহরে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। তাছাড়া কৈলাসহরের বিভিন্ন জায়গায় প্রকাশ্যে বাড়ি ঘরে হামলা হুজ্জতি, মারামারি, প্রানঘাতি আক্রমণ হবার পর থানায় লিখিত অভিযোগ করার পরও পুলিশ মামলা রেজিষ্ট্রি করেনি।
তাছাড়াও, কৈলাসহরে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের সমরুরপাড় এলাকায় রোহিঙ্গা পাচারকারীদের বিরুদ্ধে স্থানীয় যুবক রুপন উদ্দিন বিএসএফের কাছে অভিযোগ করার পর রোহিঙ্গা পাচারকারীরা প্রকাশ্য দিনেরবেলায় কৈলাসহরের শহর এলাকায় রুপন উদ্দিনকে ধারালো দা দিয়ে মাথায় কুপিয়ে এবং এলোপাতাড়ি আক্রমণ করার পর রুপন উদ্দিন কৈলাসহর থানায় রোহিঙ্গা পাচারকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করার পরও পুলিশ মামলাটি রেজিষ্ট্রি করেনি। পুলিশ সুপারের নির্দেশে নাকি মামলা রেজিষ্ট্রি করা হচ্ছে না বলেও বিধায়ক জানিয়েছিলেন।
এদিকে বিধায়কের অভিযোগের ভিত্তিতে আটচল্লিশ ঘন্টার মধ্যেই ঊনকোটি জেলার পুলিশ সুপার আজ সাংবাদিক সম্মেলন করে বিধায়ক বিরজিত সিনহার বক্তব্যের পাল্টা জবাব দিলেন। পুলিশ সুপার সুদাম্বিকা আর জানান যে, সাম্প্রতিক কালে কৈলাসহর শহরের হকার্স কর্নার এলাকার বাসিন্দা পেশায় ঠিকাদার আব্দুল মান্নানের সাথে মহকুমার অন্যান্য ঠিকাদারের সাথে ঠিকাদারী কাজ নিয়ে যে আক্রমণ এবং পাল্টা আক্রমণ হয়েছিলো, সেই ঘটনার পর আব্দুল মান্নান এবং তেরা মিয়া কৈলাসহর থানায় মামলা এবং পাল্টা মামলা করেছিলো। সেই দুইটি মামলাই কৈলাসহর থানায় রেজিষ্ট্রি করেছিলো পুলিশ। তাছাড়া, সমরুরপাড় এলাকায় রোহিঙ্গা পাচারকারীদের বিরুদ্ধে রুপন উদ্দিন কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করার পর পুলিশ সেই মামলাটিও রেজিষ্ট্রি করেছে। অথচ, বিধায়ক বিরজিত সিনহা সাংবাদিক সম্মেলন করে মিথ্যা অভিযোগ তোলে ধরেন।
তাছাড়াও, ঊনকোটি জেলার পুলিশ সুপার হিসেবে সুধামবিকা আর কাজে যোগ দেওয়ার পর থেকে পুলিশ কৈলাসহরের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে একের পর এক অবৈধ বাংলাদেশী নাগরিক আটক করেছে। বাংলাদেশে পাচারের পূর্বে প্রায় এক কোটি টাকার বার্মিজ সিগারেট পুলিশ বাজেয়াপ্ত করেছে। তাছাড়াও, গাঞ্জা, ব্রাউন সুগার, ইয়াবা টেবলেট বিভিন্ন জায়গায় তল্লাশি করে ধারাবাহিক ভাবে পুলিশ উদ্ধার করছে। কৈলাসহর সহ গোটা ঊনকোটি জেলায় পুলিশ একের পর এক সাফল্য পাচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আগামী দিনে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, এবং শহরের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

