নলবাড়ি, ২৩ জুলাই — অসমীয়া সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট লেখক, কবি, শিক্ষাবিদ ও সমালোচক ডঃ বসন্ত কুমার ভট্টাচার্য বুধবার সকালে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত সমস্যায় ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
১৯৪২ সালের ১লা ফেব্রুয়ারি নলবাড়ি জেলার এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন ডঃ ভট্টাচার্য। গ্রামীণ বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা লাভ করে পরবর্তীতে কটন কলেজ ও গৌহাটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। কিছুদিন গৌহাটি মেডিকেল কলেজে চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করলেও, শারীরিক অসুস্থতার কারণে পড়া মাঝপথে ছেড়ে দিয়ে সাহিত্যের দিকে মনোনিবেশ করেন। অসমীয়া ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৬৮ সালের ডিসেম্বরে তিনি নলবাড়ি কলেজে অসমীয়া বিভাগের প্রধান হিসেবে যোগ দেন এবং ২০০২ সালের জানুয়ারি পর্যন্ত ঐ পদে দায়িত্ব পালন করেন।
সাহিত্যিক হিসেবে ডঃ ভট্টাচার্য ছিলেন বহুপ্রজ। তাঁর লেখা বহু স্বীকৃত গল্পসংকলনের মধ্যে উল্লেখযোগ্য— প্রোটেস্ট, দ্য স্কাই ইজ ব্লু, অ্যাটাচড ভয়েস এবং ফ্রাগমেন্টস অফ ড্রিমস এন্ড নাইটমেয়ার্স । পাশাপাশি কবিতার জগতে ইওর হার্ট’স ওয়ার্মথ এবং সামটাইমস অ্যালোন ইন টি ডেজার্ট তাঁর কবি-প্রতিভার সাক্ষ্য বহন করে। তাঁর লেখায় ছিল গভীর মানবিকতা, বর্ণময় অনুভূতি ও চিন্তার দীপ্তি।
একজন আদর্শ শিক্ষাবিদ হিসেবে তিনি ছিলেন বহু গবেষকের পথপ্রদর্শক। ১৫ জন পিএইচডি গবেষকের গাইড ছিলেন তিনি। তাঁর প্রচেষ্টায় নলবাড়ি ও আশপাশে বেশ কয়েকটি জুনিয়র কলেজ গড়ে ওঠে। অবসর গ্রহণের পরেও তিনি ২০১১ সাল পর্যন্ত অতিথি অধ্যাপক হিসেবে শিক্ষাক্ষেত্রে যুক্ত ছিলেন।
অসম সাহিত্য সভা তাঁকে “সাহিত্যাচার্য” উপাধিতে ভূষিত করে, এবং জেলা সাহিত্য সংস্থা থেকে তিনি পান “নলবাড়ি রত্ন” সম্মাননা।
তাঁর প্রয়াণে অসমের সাহিত্য ও শিক্ষা মহলে শোকের ছায়া নেমে এসেছে। একান্ত সাহিত্যসাধক, চিন্তাবিদ ও মানবিক শিক্ষক হিসেবে ডঃ বসন্ত কুমার ভট্টাচার্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।

