বাইক ও গাড়ির সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক, গাড়ি আটক

আগরতলা, ২২ জুলাই : বাইক ও গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হয়েছে দুই যুবক। আজ কৈলাসহর শহরের বিদ্যানগর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, পুর পরিষদের ১৭ নম্বর ওয়ার্ডের প্রবেশপথে একটি ওয়াগনার গাড়ি শহরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাইককে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় বাইক চালক ও আরোহী গাড়ির উপর ছিটকে পড়েন এবং সামনের গ্লাসে মাথা ঠুকে মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কৈলাসহর জেলা হাসপাতালে নিয়ে যান। আহতদের একজনের নাম শাহিন আলি বলে জানা গেছে। উভয়েই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে। ওই ঘটনার পর গাড়ির চালক পালিয়ে গেলেও, পুলিশ গাড়িটি আটক করেছে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।