জুনিয়র বয়েজ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কেরাালার কাছে মেঘালয়ের ৫-১ গোলে হার

অমৃতসর, ২২শে জুলাই, ২০২৫: ড. বি.সি. রায় ট্রফির জুনিয়র বয়েজ ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ (টায়ার ১)-এর উদ্বোধনী ম্যাচে কেরাালার কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরেছে মেঘালয়। অমৃতসরে অনুষ্ঠিত গ্রুপ বি-এর এই ম্যাচে মেঘালয়ের শুরুটা ভালো হয়নি।

খেলা শুরুর দশ মিনিটের মাথায় (১০’) মহম্মদ মিজুয়াদের গোলে কেরালা এগিয়ে যায়। তবে আট মিনিট পরেই বনিয়ার খারসাহনো (১৮’) মেঘালয়ের হয়ে গোল শোধ করে সমতা ফেরান। প্রথমার্ধ ১-১ গোলে শেষ হলেও, দ্বিতীয়ার্ধে কেরালাa সম্পূর্ণ আধিপত্য বিস্তার করে। দ্বিতীয়ার্ধে তাদের হয়ে আরও চারটি গোল করেন জিথু বি (৪৮’), মহম্মদ সিনান পি (৬৪’, ৭৬’) এবং মহম্মদ হায়ান টিপি (৮৪’)।

এই পরাজয় থেকে দ্রুত শিক্ষা নিয়ে মেঘালয়কে ঘুরে দাঁড়াতে হবে। আগামী বুধবার তাদের পরবর্তী ম্যাচ বর্তমান চ্যাম্পিয়ন পশ্চিমবঙ্গের বিরুদ্ধে। ২১শে জুলাই পশ্চিমবঙ্গ তাদের প্রথম ম্যাচে তামিলনাড়ুকে ২-১ গোলে হারিয়েছে।