গ্যারেজে থেকে গাড়ির চাকা খুলে নিয়ে গেলো চোরের দল, থানায় অভিযোগ

আগরতলা, ২২জুলাই : নেশার টাকার যোগাড় করতে গতকাল রাতে উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের অধীন পেট্রোল পাম্প সংলগ্ন চড়িলাম পুরান বাড়ি এলাকায় গ্যারেজ থেকে গাড়ির চাকা চুরি করে পালিয়ে যায়।

মঙ্গলবার দুপুরে গ্যারেজের মালিক এসে দেখতে পায় গ্যারেজে রিপেয়ারিং করতে আসা একটি বোলেরো গাড়ির থেকে চাকা খুলে নিয়ে যায় চোরের দল। এই নিয়ে গ্যারেজে দ্বিতীয়বারে চুরি-কাণ্ড সংঘটিত করেছে চোরের দল। গ্যারেজের মালিক জানান, এ সমস্ত চুরির ঘটনায় বর্তমানে আতঙ্কিত গ্যারেজ ব্যবসায়ী সহ এলাকাবাসী। আগে কখনো এরকম চুরির ঘটনা সংগঠিত হয়নি গোটা এলাকায়।

বর্তমানে নেশাগ্রস্ত যুবকরা এ সমস্ত চুরি কাণ্ড সংঘটিত করছে ঘোটা এলাকায়। গ্যারেজ মালিক জানান বর্তমানে নিরাপদে নেই গ্যারেজে রাখা গাড়ি। যেকোনো মুহূর্তে গাড়ির প্রয়োজনীয় পার্স খুলে নিয়ে যেতে পারে চোরের দল। এ বিষয়ে বিশালগড় থানায় একে অভিযোগ দায়ের করেন গ্যারেজে মালিক। তবে অভিযোগ দায়ের করে কি হবে এ সমস্ত চোরদের টিকির না গেল পেতে পারবে না পুলিশ।