আগরতলা, ২১ জুলাই : ভাসুরের দ্বারা ভয়ঙ্কর হামলার শিকার হয়েছেন এক মহিলা। আগরতলা চন্দ্রপুর এলাকার ওই ঘটনায় অভিযুক্তের গ্রেফতারের দাবিতে পূর্ব আগরতলা মহিলা থানায় ডেপুটেশন নারী সমিতির নেতৃত্বদের।
এদিন নারী সমিতির নেত্রী রীতা আচার্য্য বলেন, গতকাল আগরতাল চন্দ্রপুর এলাকায় ভয়ঙ্কর হামলার শিকার হয়েছেন এক মহিলা। তাঁর স্বামী গত বছর মারা গিয়েছেন। ওই অসহায় মহিলার উপর প্রতিনিয়ত নির্যাতন চালাতেন তাঁর ভাসুর। গতকাল ওই অসহায় মহিলার উপর আক্রমণ করেন। তাতে দুই হাতে গুরুতর আঘাত লাগে। নিজের ভাসুরের হাতে আক্রান্ত মহিলা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাই ওই ঘটনায় অভিযুক্তের গ্রেফতারের দাবিতে পূর্ব আগরতলা মহিলা থানায় ডেপুটেশন নারী সমিতির নেতৃত্বদের

