স্মার্ট মিটার প্রত্যাহার ও পানীয় জলের দাবিতে পথ অবরোধ

আগরতলা, ২১ জুলাই : স্মার্ট মিটার প্রত্যাহার ও পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল হয়েছেন অমরপুর রাংকাং এলাকাবাসী। তাঁদের বক্তব্য, প্রশাসনের আশ্বাসের উপর ভরসা রাখতে পারছে না।

এলাকাবাসী জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে আগে অমরপুর রাংকাং এলাকাবাসী পানীয় জলের সমস্যায় ভুগছেন। বারবার সংশ্লিষ্ট দপ্তরে মেরামতির আবেদন জানানো হলেও প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সমস্যা সমাধান করার কথা বললেও কাজের কাজ কিছুই হয়নি। ফলস্বরূপ, দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের সংকটে ভুগছেন এলাকাবাসীরা। এদিকে, বিজেপি সরকার স্মার্ট মিটার কারণে অত্যাধিক বিল দিতে হচ্ছে তাঁদের। ফলে, সংসার চালাতে কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তাই বাধ্য হয়ে পথ অবরোধে সামিল হয়েছেন তাঁরা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশবাহিনী। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নিয়েছেন গ্রামবাসীরা।