সিপিআইএম সদর কমিটির উদ্যোগে পার্টির সংগ্রাম তহবিল অনুষ্ঠিত

আগরতলা, ২১ জুলাই : সিপিআইএম সদর কমিটির উদ্যোগে পার্টির সংগ্রাম তহবিল অনুষ্ঠিত হয়েছে। এদিন পার্টির নেতৃত্বরা মেলারমাঠ এলাকার দোকান থেকে অর্থ সংগ্রহ করেন।

এদিন রতন দাস বলেন, সিপিআইএম বরাবর জনগণের স্বার্থে জনগণের টাকায় লড়াই করে। সাধারণ জনগনের কাছ থেকে অর্থ নিয়ে তাঁদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে সিপিআইএম লড়াই করে যাচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ মেলারমাঠ থেকে কামান চৌমুহনী পর্যন্ত বিভিন্ন দোকান থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে।