শহরের প্রাণকেন্দ্রে ফের চুরির ঘটনা

আগরতলা, ২১ জুলাই: ফের শহরের প্রাণকেন্দ্রে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যদিও কোনো কিছু চুরি করে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে চোর। ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনার বিবরনে জানা যায়, লালবাহাদুর ক্লাব সংলগ্ন এলাকায় প্রাক্তন বিজেপি সভাপতি প্রয়াত ব্রজেশ চক্রবর্তীর বাড়িতে একটি অফিস চালানো হয়। এই বাড়িতে কেউই থাকেন না। প্রয়াত ব্রজেশ চক্রবর্তীর স্ত্রী গায়েত্রী চক্রবর্তী কলকাতায় থাকেন। শুধু বাড়িতে সরকারি স্কিম নিয়ে কাজ করা একটি অর্গানাইজেশন ঘর ভাড়া নিয়ে তাদের অফিস পরিচালনা করছে। প্রতিদিনকার মতো শনিবারও তারা অফিস ঘর তালা দিয়ে বাড়িতে চলে যান। আজ সকালে এসে দেখতে পান, ঘরের একটি জানলা ভাঙ্গা, ঘরের ভেতরে থাকা বিভিন্ন জিনিস উলটপালট করে গেছে চোরের দল। তবে কোনো মূল্যবান সামগ্রী না থাকায় কিছুই চুরি করতে পারেনি চোরের দল। আজ সকালে এসে ঘটনা প্রত্যক্ষ করে পুলিশকে খবর দিয়েছেন তারা। তবে শহরের প্রাণ কেন্দ্রে এধরনের ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।