নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই:
নেশার করালগ্রাসে মৃত্যু হল এক যুবকের। সদ্য পুত্রহারা পিতা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। যুব সমাজের চাকরি নিয়ে, তাই নেশার দিকে আকৃষ্ট হচ্ছে তারা। এমনটাই অভিযোগ করলেন মৃতের পিতা। যুবকের নাম পীযুষ ঋষি দাস (২২)।
বাড়ি রাজধানীর আড়ালিয়া এলাকায়।
জানা যায়, বিগত বহুদিন ধরে নেশার করালগ্রাসে পীযূষ নিমজ্জিত ছিল। তাকে চিকিৎসা করার পর প্রায় দু বছর আগে সুস্থ হয়ে উঠেছিল সে। নতুন করে কাজেও যোগদান করেছিল। কিন্তু ফের নেশার সংস্পর্শে চলে আসে সে। বিগত কিছুদিন আগে পুনরায় তাকে চিকিৎসা করানো হয়। কিন্তু নেশার গ্রাস থেকে বেরিয়ে আসতে পারছিল না সে। গত ৩ – ৪ দিন ধরে তার শারীরিক অবস্থা যথেষ্ট খারাপ। গতকাল অবস্থার আরো অবনতি হলে পীযূষকে জিবিপি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় পীযুষের। ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন পিতা। ক্ষোভ উগরে দিয়ে বলেন, সমাজের কাজ নেই। ফলে নেশার করালগ্রাসে তারা নিমজ্জিত হচ্ছে। এ নেশার ফলে যুব সমাজ আজ দিশেহারা। যারা বুঝতে পারছে তারা সরে আসছে। অধিকাংশ যুবকই এ নেশার ফলে নিজেদের জীবন শেষ করে ফেলছে। নেশা সাম্রাজ্য রুখতে প্রশাসনের ব্যর্থতাও তুলে ধরেন তিনি।

