স্মার্ট মিটার প্রত্যাহার এবং বিভিন্ন ইস্যুতে সরব সিপিআই

আগরতলা, ১৯ জুলাই : স্মার্ট মিটার বন্ধ করা, মানব জীবন সম্পদ বর্ধিত জলকর প্রত্যাহার ও জ্বালানি গ্যাসের উর্ধ্বমূল্য বাতিল করার প্রতিবাদে আজ প্যারাডাইস চৌমুহনীতে সিপিআইের পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক সিপিআই কর্মী বলেন, আরএসএস পরিচালিত বিজেপি সরকার একের পর এক দ্রব্যমূল্য বৃদ্ধি করেই যাচ্ছে। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে। মধ্যবিত্তদের সংসার চালাতে কষ্টকর হয়ে গিয়েছে। এর মধ্যে স্মার্ট মিটারের নামে জনগণের পকেট কাটার ধান্দা করছে সরকার। এমনকি, জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। এরই প্রতিবাদে সরব হয়েছে সিপিআই-এী নেতৃত্বরা।