অল্পেতে রক্ষা : গরিব রথ এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, সেনদ্রা স্টেশনে আতঙ্ক, যাত্রীরা সুরক্ষিত

জয়পুর, ১৯ জুলাই : অল্পেতে বড় দুর্ঘটনা থেকে বেঁচেছে গরিব রথ এক্সপ্রেস। শনিবার ভোর প্রায় ৩টা নাগাদ রাজস্থানের বেওয়ার জেলার সেনদ্রা রেলওয়ে স্টেশনে গরিব রথ এক্সপ্রেসের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ট্রেনচালকের তৎপরতা ও সময়োচিত সিদ্ধান্তে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ট্রেনের সমস্ত যাত্রী নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

যাত্রীদের বক্তব্য, ইঞ্জিন থেকে ধোঁয়া উঠতে দেখেই তারা চালককে বিষয়টি জানান। চালক সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন এবং দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই সকলকে নিরাপদে নামিয়ে নেওয়া হয়। রেলওয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়া মাত্রই কাছাকাছি থাকা ট্রেনগুলিকে বিভিন্ন স্টেশনে থামিয়ে দেওয়া হয় যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে। বেওয়ার থেকে দমকল বাহিনীর দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রেল বিভাগের প্রকৌশল ও নিরাপত্তা টিমও সেনদ্রা স্টেশনে ছুটে আসে। ইঞ্জিনে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হলেও বড় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ইঞ্জিনে কোনও প্রযুক্তিগত ত্রুটি বা শর্ট সার্কিটের কারণেই এই আগুন লেগেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা। ভারতীয় রেলের এক মুখপাত্র জানান, যাত্রীদের কেউই আহত হননি এবং তাঁদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক যাত্রী বলেন, আমরা ইঞ্জিন থেকে ধোঁয়া উঠতে দেখে চালককে জানাই। তিনি সঙ্গে সঙ্গে ট্রেন থামান। তাঁর উপস্থিত বুদ্ধিতেই বড় বিপদ এড়ানো গেছে। ঘটনার পর রেল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি লাইনের বাইরে সরিয়ে দেওয়ার কাজ শুরু করেছে। রেল প্রশাসন এই ঘটনার পর রক্ষণাবেক্ষণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা পর্যালোচনার উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে।