ধলেশ্বর ৮ নম্বরে দুঃসাহসিক চুরি ঘিরে চাঞ্চল্য

আগরতলা, ১৯ জুলাই : শহরে আবারো চুরির ঘটনা নিয়ে পুলিশের টহলধারী নিয়ে বড় প্রশ্ন উঠেছে। গতকাল ধলেশ্বর ৮ নম্বর রোডে এক বাড়িতে চোরের দল হানা দিয়েছে। হানা দিয়ে একটি টিভি, সিলিন্ডার এবং মূল্যবান অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

ঘটনার বিবরণে জানা গিয়েছে,ধলেশ্বর ৮ নম্বর রোডের বাসিন্দা প্রদীপ ভট্টাচার্য্য এবং তাঁর পরিবার চিকিৎসার জন্য হায়দ্রাবাদে যান। সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল গতকাল রাতে তাঁর বাড়িতে হানা দেয়। দরজা তালা ভেঙ্গে চোরের দল প্রবেশ করে একটি টিভি , রান্নার সিলিন্ডার ও আলমারি ভেঙে মূল্যবান অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। আজ সকালে প্রতিবেশীরা বাড়ির দরজা ভাঙা অবস্থায় দেখে সাথে সাথে পূর্ব আগরতলা থানায় খবর দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। ওই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ