আগরতলা, ১৮ জুলাই: গকুলনগরস্থিত টিএসআর প্রথম ব্যাটেলিয়ানের উদ্যোগে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ কর্মসূচী। উপস্থিত ছিলেন কমান্ডেন্ট ভানুপদ চক্রবর্তী সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
এদিন ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট ভানুপদ চক্রবর্তীর উপস্থিতিতে আধিকারিক ও জওয়ানরা মিলে মোট দেড় শতাধিক ফলের গাছ রোপন করেন। এতে ভবিষ্যতে ব্যাটেলিয়ানের জওয়ানদের পাশাপাশি জঙ্গলে বসবাস করা পশু পাখিও ফল আহরণ করতে পারবে বলে আশা ব্যক্ত করেন কমান্ডেন্ট শ্রী চক্রবর্তী। তাছাড়া সবুজায়নের লক্ষ্যে ব্যাটেলিয়ান বরাবরই এ ধরনের কর্মসূচি করে থাকে বলে জানান তিনি।
কমান্ডেন্ট ভানুপদ চক্রবর্তী আরো বলেন, বর্তমান মৌসুম গাছ লাগানোর জন্য উপযুক্ত। তাই দফায় দফায় বৃক্ষরোপণ অনুষ্ঠান সম্পন্ন করছেন তারা। গাছ লাগানোর পাশাপাশি এই গাছগুলিকে আগামী দিনে পরিচর্যা করারও উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

