এক সন্তান সহ নিখোঁজ গৃহবধূ

কুমারঘাট, ১৮ জুলাই: এক সন্তানকে নিয়ে গত বুধবার থেকে নিখোঁজ এক গৃহবধু। কর্মসূত্রে স্বামী কেরালা থাকেন, সেই সুযোগে স্ত্রী ঘরের ২০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে এক সন্তানকে নিয়ে চম্পট দেয় ওই গৃহবধূ, এমনই অভিযোগ। ঘটনা ফটিকরায়ের তরণীনগর গ্রাম পঞ্চায়েতের মালাকার পাড়া ৩নং ওয়ার্ড এলাকায়। গৃহবধুর নাম সাবিত্রী দাস ও সাড়ে চার বছরের একটি মেয়েকে নিয়ে গত বুধবার বাড়ি থেকে নিখোঁজ যায় ওই গৃহবধূ।

ঘটনার পরিপ্রেক্ষিতে গৃহবধূর পরিবারের লোকজন ফটিকরায় থানায় একটি নিখোঁজ ডাইরি করেন। আরো জানা গেছে গৃহবধূর সাবিত্রী সরকার গত মঙ্গলবার ধলাই জেলার মাছলি ৫৭ ঘাট এলাকায় বাপের বাড়ি থেকে মঙ্গলবার তরনীনগর এলাকায় স্বামীর বাড়িতে আসে মঙ্গলবার কাঞ্চনবাড়ি বাজারে বাজার শেষ করে বাড়িতে আসে। বুধবার থেকে তার আর কোনো হদিশ মেলেনি। স্বামী অজিত মালাকার কর্মসূত্রে বহি: রাজ্য কেরালাতে রয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।