আগরতলা, ১৬ জুলাই : কাঞ্চনপুর দশদা ব্লকের বড়ছড়া হাইস্কুলে নানান সমস্যায় জর্জরিত।তার মধ্যে বড় সমস্যা হচ্ছে শিক্ষক স্বল্পতা। শিক্ষক স্বল্পতার কারণে কলেজের পঠনপাঠন লাটে উঠেছে।তাই আজ সকালে শিক্ষকের নিয়োগ সহ একাধিক দাবিতে পথ অবরোধ করেন ছাত্র ছাত্রীরা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।
ঘটনার বিবরনে জানা যায়, কাঞ্চনপুর দশদা ব্লকের বড়ছড়া হাইস্কুলে বর্তমানে একাধিক ছাত্র ছাত্রী রয়েছে। কিন্তু বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা ভুগছে। এতে করে বিদ্যালয়ের পঠন পাঠন লাঠে উঠেছে। বিদ্যলয়ে বিভিন্ন সমস্যায় জজর্রিত। কিন্তু এইসকল সমস্যার উপেক্ষা করে ক্লাস সঠিকভাবে চালিয়ে যেতে চাইছে ছাত্র ছাত্রীরা। এরমধ্যে সবচেয়ে বড় সমস্যা শিক্ষক স্বল্পতা। এবিষয়ে বিদ্যালয় কতৃপক্ষের কাছে সমস্যা সমাধানের অনুরোধ জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই দ্রুততার সহিত শিক্ষক নিয়োগের জন্য ছাত্র ছাত্রীরা এই অবরোধে বসে। এদিকে খবর ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং তাদের সাথে কথা বলেন। পরর্বতী সময়ে ছাত্র ছাত্রীরা পথ অবরোধ প্রত্যাহার করেন।

