আগরতলা, ১৫ জুলাই : ভগবান হনুমানকে কেন্দ্র করে বাম নেতা তথা প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের বক্তব্যের প্রতিবাদে আজ রাজপথে প্রতিবাদ ও ধিক্কার মিছিলে সামিল হয় প্রদেশ যুব মোর্চার নেতৃত্বরা। এদিন বৃষ্টি ভিজেই যুব মোর্চার নেতৃত্বরা রাজপথে বিক্ষোভে সামিল হয়।
এদিনের এই প্রতিবাদ মিছিলটি প্রদেশ বিজেপি কার্যালয় সামনে থেকে শুরু হয়ে রাজপথ পরিক্রমা করে মেলারমাঠ সিপিআইএম পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এই মিছিলকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন ছিল। সিপিআইএম পার্টি অফিস নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়। মেলারমাঠ এলাকাতেই বৃষ্টিতে ভিজে বাম নেতা শঙ্কর প্রসাদ দত্তের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন যুব মোর্চার নেতারা। এদিনের এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছেন বিধায়ক সুশান্ত দেব। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী পাপিয়া দত্ত সহ যুব মোর্চার কর্মকর্তারা।
এদিন বিধায়ক সুশান্ত দেব বলেন, বামনেতা শংকর প্রসাদ দত্ত ভগবান হনুমানকে নিয়ে যে ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা জানানো হচ্ছে। এই ঘটনায় অবিলম্বে বাম নেতার গ্রেফতারের দাবী জানিয়েছেন তিনি। বিধায়ক আরো বলেন, বিগতদিনেও বাম নেতৃত্বরা এভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার চেষ্টা করেছেন। শঙ্কর প্রসাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনেরও উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিধায়ক।
অশুভ শক্তিকে বিতাড়িত করে লক্ষ্যে শুভ শক্তির আহবানে এদিন মেলারমাঠস্থিত কালীবাড়িতে হনুমান চালিশা পাঠ করেন যুব মোর্চার সকল নেতৃত্বরা।

