আগরতলা, ১৫ জুলাই : রান্নার গ্যাসের দাবিতে ধলাই জেলার ছৈলেংটা এলাকায়
সড়ক অবরোধে সামিল হয়েছে মাতৃশক্তি। তাঁদের অভিযোগ, তাদের অভিযোগ থালছড়া থেকে ছৈলেংটা এসে প্রতিদিন ঘুরে যেতে হচ্ছে। কিন্তু রান্নার গ্যাস না পাওয়া যাচ্ছে না। তাই আজ ছৈলেংটা থেকে মনু যাওয়ার রাস্তা অবরোধ করে গ্রাহকরা।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে রান্নার গ্যাস পাচ্ছে না ছৈলেংটা এলাকার জনগণ। তাদের অভিযোগ থালছড়া থেকে ছৈলেংটা এসে প্রতিদিন ঘুরে যেতে হচ্ছে। কিন্তু রান্নার গ্যাস মিলছে না। আজ বাধ্য হয়ে ছৈলেংটা থেকে মনু যাওয়ার রাস্তা অবরোধ করে গ্রাহকরা।

