নাইজেরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গভীর শোকপ্রকাশ

নয়াদিল্লি, ১৪ জুলাই: নাইজেরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির প্রয়াণে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বুহারির সঙ্গে তাঁর বিভিন্ন সময়কার সাক্ষাৎ ও আলোচনার কথা স্মরণ করে বলেন, বুহারি ছিলেন এক বিচক্ষণ, আন্তরিক এবং দৃঢ়চেতা রাষ্ট্রনায়ক, যিনি ভারত ও নাইজেরিয়ার মধ্যকার মজবুত বন্ধুত্বে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

প্রধানমন্ত্রী মোদী তাঁর এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে একটি শোকবার্তা পোস্ট করে লেখেন:
“নাইজেরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। বিভিন্ন অনুষ্ঠানে তাঁর সঙ্গে আমার সাক্ষাৎ ও আলাপচারিতা আজও মনে আছে। তাঁর প্রজ্ঞা, আন্তরিকতা ও ভারত-নাইজেরিয়া বন্ধুত্বের প্রতি অবিচল প্রতিশ্রুতি অত্যন্ত প্রশংসনীয় ছিল। আমি ভারতের ১.৪ বিলিয়ন মানুষের পক্ষ থেকে তাঁর পরিবার, নাইজেরিয়ার জনগণ এবং সরকারের প্রতি আমার হৃদয় থেকে সমবেদনা জানাই।”

প্রাক্তন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত নাইজেরিয়ার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর প্রশাসনের সময় নাইজেরিয়া অর্থনীতি, সুরক্ষা ও পরিকাঠামোর দিক থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী হয়। ভারত ও নাইজেরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এই সময় আরও দৃঢ় হয়, বিশেষত বাণিজ্য, শিক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে।

প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট বুহারির মধ্যে একাধিক আন্তর্জাতিক মঞ্চে সাক্ষাৎ হয়েছে, যার মধ্যে জি২০, আফ্রিকা-ইন্ডিয়া সামিট সহ অন্যান্য বহু বৈঠক উল্লেখযোগ্য। দুই রাষ্ট্রনেতার মধ্যে আন্তরিক ও পেশাদার সম্পর্ক গড়ে উঠেছিল, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককেও আরও শক্ত ভিত দেয়।

মুহাম্মাদু বুহারির প্রয়াণে শুধু নাইজেরিয়াই নয়, গোটা আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এক শূন্যতা তৈরি হয়েছে। তাঁর প্রজ্ঞা ও নেতৃত্ব স্মরণীয় হয়ে থাকবে। ভারত সরকারের পক্ষ থেকে নাইজেরিয়ার সরকারের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়াত রাষ্ট্রপতির পরিবার ও দেশের জনগণের প্রতি শোকবার্তা প্রেরণ করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে ভারত ও নাইজেরিয়ার মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে প্রধানমন্ত্রীর বার্তায়।