আগরতলা, ১৪ জুলাই : রাজ্যে ক্রমবর্ধিত বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে
পাবিয়াছড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে কুমারঘাট শহরের বিক্ষোভ মিছিল বের হয়েছে। পরবর্তী সময়ে কুমারঘাট বিদ্যুৎ দপ্তরের ডিজিএম অফিসে সামনে বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেস নেতৃত্বরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক কংগ্রেস কর্মী বলেন, বিজেপি সরকারের আমলে রাজ্যে আইনের শাসন নেই। এমনকি, বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে হামলা হুজুতি প্রতিনিয়ত হচ্ছে। তারউপর রাজ্যে নারী নির্যাতনের হার দিন দিন বাড়ছে। এরই মধ্যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে।
তাঁদের দাবিগুলো হল, স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে, বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে হামলা হুজুতি প্রতিনিয়ত হচ্ছে সেটা অতিসত্বর বন্ধ করতে হবে। এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন দলের প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংকল, রাজ্য নেতৃত্ব তরুণ সাহা, ,জেলা নেতৃত্ব সমীরন দাস, রিন্টুলাল দেব, সৌরভ চক্রবর্তী, ব্লক সভাপতি অসিত দেব, যুগল মালাকার , সহ মহকুমা ও ব্লক স্তরের বিভিন্ন কর্মকর্তাগণ।

