সামাজিক মাধ্যমে সাব্রুম থানার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন এক যুবক, পরবর্তীতে ক্ষমা চাইলেন প্রকাশ্যে

আগরতলা, ১৪ জুলাই : আজ সকালে সামাজিক মাধ্যমে সাব্রুম থানার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন লুধুয়া এলাকার তেজেন্দ্র ত্রিপুরা নামে এক যুবক। পরবর্তী সময়ে প্রকাশ্যে ক্ষমাও চাইলেন পুলিশের কাছে ওই যুবক।

ঘটনার বিবরণে জানা যায়, গত ৩ জুলাই লুধুয়া এলাকায় একটি মালবাহী গাড়ির সাথে বাইকের ধাক্কা লাগে এতে করে বাইকের পেছনে থাকা সমির ত্রিপুরা নামে এক যুবককের পায়ে আঘাত লাগে। তাকে সাব্রুম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এবং এই দুর্ঘটনার পর গাড়িচালক ওই যুবককে বলে যে তার যা চিকিৎসার জন্য খরচ হবে তা সম্পন্ন বহন করবে গাড়ির মালিক। কিন্তু ঘটনার পর গাড়ির মালিক তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা যে পরিমাণ খরচ দাবি করে তা দিতে অস্বীকার করে।

গাড়ির মালিক জানায়, চিকিৎসার যা খরচ হয়েছে তা দেবে তার থেকে বেশি টাকা দিতে পারবে না দুর্ঘটনায় আহত যুবককে। আর না হলে আইন অনুযায়ী সাব্রুম থানা যে ব্যবস্থা নেবে তা মেনে নেবে গাড়ির মালিক। কিন্তু সম্পূর্ণ ঘটনা না জেনে লুধুয়া এলাকার বাসিন্দা তেজেন্দ্র ত্রিপুরা ১৪ জুলাই সকাল বেলা ফেসবুকে এসে সাব্রুম থানার বিরুদ্ধে অনেক অভিযোগ তুলে । কিন্তু পরবর্তী সময়ে তেজেন্দ্র ত্রিপুরা দুর্ঘটনায় আহত তার ভাগিনা সমীর ত্রিপুরাকে নিয়ে থানায় এসে সমস্ত বিষয় জানার পর এবং গাড়ির মালিকের সাথে কথা বলার সে তার যে বক্তব্য সামাজিক মাধ্যমে তুলে ধরেছিল তা ভুল হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানালেন এবং প্রকাশ্যে ক্ষমাও চাইলেন সাব্রুম থানার পুলিশের কাছে।