আগরতলা, ১৩ জুলাই: আজ চিত্তরঞ্জন মসজিদ রোড স্থিত পশ্চিমপাড়া এলাকা পরিদর্শন করেন সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এলাকাবাসীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, চিত্তরঞ্জন মসজিদ রোড স্থিত পশ্চিমপাড়া এলাকার জনগণ জানিয়েছেন তাদের কিছু সমস্যা রয়েছে এলাকায়। এগুলি সমাধান হলে তারা খুব উপকৃত হবেন। তাই এদিন তিনি এলাকা পরিদর্শন করেছেন। গোটা এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন তিনি স্থানীয়দের সাথে নিয়ে। তিনি জানান, এলাকায় ছোটখাটো কিছু সমস্যা রয়েছে, সেগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন তিনি। অবিলম্বে এই সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহন করা হবে বলে আশ্বাস দিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য।

