প্রধানমন্ত্রী কর্তৃক রাষ্ট্রপতির মনোনীত বিশিষ্ট ব্যক্তিদের রাজ্যসভায় মনোনয়ন উপলক্ষে অভিনন্দন

নয়াদিল্লি, ১৩ জুলাই: ভারতের রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভায় মনোনীত চারজন বিশিষ্ট ব্যক্তিত্বকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তাঁদের অবদানের কথা স্মরণ করেন ও তাঁদের সাংসদ জীবন শুভ হোক বলে আশীর্বাদ জানান।

প্রধানমন্ত্রী প্রথমেই বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল নিকম-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “আইন ও সংবিধানের প্রতি উজ্জ্বল নিকমের নিষ্ঠা অত্যন্ত অনন্য। বহু গুরুত্বপূর্ণ মামলায় ন্যায়ের জন্য লড়াই করেছেন তিনি। সাধারণ নাগরিকদের মর্যাদা রক্ষায় তাঁর অবদান অতুলনীয়। রাষ্ট্রপতির তরফে তাঁকে রাজ্যসভায় মনোনীত করা অত্যন্ত আনন্দের বিষয়। তাঁর সাংসদ জীবন শুভ হোক।”

পরবর্তী মনোনীত ব্যক্তি, সি. সদানন্দন মাস্টার সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, “অন্যায়ের সামনে মাথা না নোয়ানো ও সাহসিকতার প্রতীক হলেন শ্রী সি. সদানন্দন মাস্টার। সহিংসতা ও হুমকি সত্ত্বেও তিনি জাতীয় উন্নয়নে নিজের অঙ্গীকার বজায় রেখেছেন। শিক্ষক ও সমাজকর্মী হিসেবে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুব সমাজের প্রতি তাঁর ভালোবাসা ও দায়িত্ববোধ প্রশংসনীয়। রাজ্যসভায় মনোনীত হওয়ার জন্য তাঁকে অভিনন্দন ও সাংসদ হিসেবে শুভকামনা জানাই।”

প্রাক্তন বিদেশ সচিব ও কূটনীতিক হর্ষবর্ধন শ্রিংলা-কে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “শ্রী হর্ষবর্ধন শ্রিংলা একজন দক্ষ কূটনীতিক, বুদ্ধিজীবী ও কৌশলগত চিন্তাবিদ। ভারতের পররাষ্ট্রনীতিতে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভারতের G20 সভাপতিত্বের সময়। রাজ্যসভায় মনোনীত হওয়ায় আমি আনন্দিত। তাঁর অভিজ্ঞতা ও চিন্তাভাবনা সংসদীয় বিতর্ককে সমৃদ্ধ করবে বলে বিশ্বাস করি।”

অবশেষে, ইতিহাসবিদ ডঃ মীনাক্ষী জৈনের মনোনয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “ডঃ মীনাক্ষী জৈন-কে রাজ্যসভায় মনোনীত করা অত্যন্ত আনন্দের বিষয়। তিনি একজন খ্যাতনামা গবেষক, ইতিহাসবিদ ও শিক্ষাবিদ। শিক্ষা, সাহিত্য, ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে তাঁর অবদান শিক্ষাক্ষেত্রকে অনেকাংশে সমৃদ্ধ করেছে। তাঁর সংসদীয় জীবন মঙ্গলময় হোক।”

এই চার বিশিষ্ট ব্যক্তিত্বের মনোনয়নকে দেশের সাংবিধানিক ও সামাজিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করার দিকেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।