আগরতলা, ১১ জুলাই:
ফের জলে ডুবে মৃত্যু হলে এক কিশোর। মৃত কিশোরের নাম সঞ্জিত বিশ্বাস (১৪)। পিতা – নারায়ণ বিশ্বাস, তাদের বাড়ি এয়ারপোর্ট থানাধীন ছিনাইহানি দাস পাড়ায়।
জানা যায় বন্ধুদের সঙ্গে পার্শ্ববর্তী বৈশ্য পাড়ার বাসিন্দা
চিত্ত বৈশ্য- র বাড়ির পুকুরে মাছ ধরতে গেছিল ওই কিশোর। সেখানে আচমকাই জলের তলায় তলিয়ে যায় ওই যুবক। সঙ্গে সঙ্গে তার বন্ধুরা তার বাড়িতে গিয়ে খবর দেয়। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে প্রায় আধঘন্টা পর উদ্ধার করেছে সঞ্জিতকে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় জিবিপি হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিশোরের অকাল প্রয়াণে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

