আগামীকাল রোজগার মেলার আওতায় বিভিন্ন সরকারি দপ্তরে ৫১ হাজারেরও বেশি নিয়োগপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং – এর মাধ্যমে ১২ জুলাই বেলা ১১টায় বিভিন্ন সরকারি দপ্তরে নবনিযুক্ত তরুণ-তরুণীদের হাতে ৫১ হাজারেরও বেশি নিয়োগপত্র তুলে দেবেন।

কর্মসংস্থানের প্রসারে প্রধানমন্ত্রীর দায়বদ্ধতা পূরণের অন্যতম পদক্ষেপ হিসেবে রোজগার মেলাগুলির আয়োজন হয়। এখনও পর্যন্ত বিভিন্ন রোজগার মেলার মাধ্যমে ১০ লক্ষেরও বেশি নিয়োগপত্র দেওয়া হয়েছে।

ষোড়শ রোজগার মেলা অনুষ্ঠিত হবে সারা দেশের ৪৭টি জায়গায়। মূলত রেল, স্বরাষ্ট্র, ডাক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, অর্থ, শ্রম ও সংস্থান মন্ত্রকে নবনিযুক্তদের নিয়োগপত্র দেওয়া হবে এই রোজগার মেলায়।