নিখোঁজ মেয়ে ও নাতিন, প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

আগরতলা, ১১ জুলাই:
নিখোঁজ মেয়েকে খুঁজে পেতে সংবাদমাধ্যমের দারস্ত হলেন অসহায় মা। প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন তিনি।

ঘটনার বিবরনে জানা যায়, জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের অধীনে রামরাইবাড়ী এলাকার বসবাসকারী রঞ্জীত দেবনাথের সহধর্মীনি রিয়া দেবনাথ গত সোমবার উনার ২ বছরের কন্যা সন্তানকে নিয়ে পশ্চিম জোলাইবাড়ী ৬ নং ওয়ার্ডস্থিত বাপের বাড়িতে আসে। সেখান থেকে পরবর্তী সময় আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ হবার পরবর্তী সময়ে অনেক খোঁজাখুঁজির পর রিয়া দেবনাথকে না পেয়ে তার মা প্রতিমা দেবনাথ মেয়ের জামাইকে সঙ্গে নিয়ে মঙ্গলবার জোলাইবাড়ী ফাঁড়ী থানায় এক লিখিত অভিযোগ দায়ের করেন।

পরবর্তী সময় মেয়ের খোঁজে পুনরায় ফাঁড়ী থানায় গেলে সেখানে কর্তব্যরত অফিসার পরিবারের লোকজনদের জানায় রিয়া দেবনাথ বর্তমান সময়ে আসাম রাজ্যের করিমগঞ্জে রয়েছে। পরিবারের লোকজন গিয়ে সেখান থেকে রিয়া দেবনাথকে খোঁজ করে আনার পরামর্শ প্রদান করেন থানাবাবুরা। রিয়া দেবনাথ এর মা প্রতিমা দেবনাথ জানান, মেয়েকে না পেয়ে প্রশাসনের দারস্থ হয়েছেন তিনি। প্রশাসন মেয়ের অবস্থান করিমগঞ্জ জানিয়েছে। রিয়া কোথায় আছে তা জানতে পেরেও মেয়েকে উদ্ধার করার জন্য কোন উদ্যোগ গ্রহণ করছে না জোলাই বাড়ি ফাঁড়ি থানার পুলিশ। বদলে পরিবারের সদস্যদের তাকে খুঁজে আনার পরামর্শ দিচ্ছেন। প্রশাসনের এহেন ব্যবহারে অসহযোগিতার অভিযোগ করেছেন ওই মহিলা। প্রশাসন নিজ উদ্যোগে প্রতিমা দেবনাথের মেয়ে রিয়া দেবনাথ ও তার ছোট কন্যা সন্তানকে খুঁজে বার করুক, দাবি মহিলার।