তিন দফতরের দায়িত্বে মন্ত্রী কিশোর বর্মণ

আগরতলা, ১১ জুলাই : নতুন মন্ত্রী কিশোর বর্মণ-কে তিনটি দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আজ থেকে পঞ্চায়েত, উচ্চ শিক্ষা এবং সাধারণ প্রশাসন(রাজনৈতিক) দফতরের দায়িত্ব সামলাবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা:) মানিক সাহা আজ তাঁকে ওই দফতরগুলির দায়িত্ব দিয়েছেন। রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা এই মর্মে আজ এক বিজ্ঞপ্তি জারি করেছেন।

গত ৩ জুলাই মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন কিশোর বর্মণ। আজ মুখ্যমন্ত্রী নতুন মন্ত্রীকে দফতর বন্টন করেছেন। ইতিপূর্বে ওই তিনটি দফতর মুখ্যমন্ত্রীর কাছে ছিল। আজ থেকে কিশোর বর্মণ ওই দফতরগুলির দায়িত্ব সামলাবেন। তাঁকে দেওয়া তিনটি দফতরই খুবই গুরুত্বপূর্ণ।

মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পর তিনি জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী তাঁকে যে দফতরের দায়িত্ব দেবেন তা তিনি খুবই গুরুত্ব দিয়ে পালন করবেন। সম্প্রতি, রথ উৎসবে গিয়েও তিনি একই প্রত্যয় ব্যক্ত করেছিলেন।