আগরতলা, ১০ জুলাই : দুর্গানগর থেকে লালছড়া পর্যন্ত নতুন তৈরি হওয়ার রাস্তা ভেঙ্গে চৌচির হয়ে গিয়েছে। জাতীয় সড়কের কাজ যখন হচ্ছিল তখন বড় বড় গাড়িগুলি এই রাস্তা ব্যবহার করে। যার কারনে রাস্তাটি ভেঙ্গে চৌচির হয়ে গিয়েছিল।
পরবর্তীতে অনেক চড়াই উৎরাইয়ের পর রাস্তার কাজটি নতুন করে করে দেয় জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা। কিন্তু ছয় মাসও যাইনি রাস্তার বেহাল অবস্থায় পরিনত হয়েছে। ভেঙ্গে চৌচির পুরো রাস্তা। নজর নেই কারোরই। সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যানচালক থেকে শুরু করে যাত্রী সাধারণকে।
তাছাড়া, বৃষ্টিপাত হলে আরো সমস্যা সম্মুখীন হতে হয় যানচালক থেকে পথচারীদের। অতিসত্বর সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন পথচারী এবং যানচালকরা।

