আগরতলা, ১০ জুলাই : বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ দাবিতে আজ কদমতলা বিদ্যুৎ দপ্তরের সাব-ডিভিশন অফিসে ডেপুটেশন প্রদান করল সিপিআইএম। দলের পক্ষ থেকে সিনিয়র ম্যানেজার দিপায়ন দাসের হাতে ৫ দফা দাবিপত্র তুলে দেওয়া হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কদমতলা-কুর্তি বিধানসভার বিধায়ক ইসলাম উদ্দিন, সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জহরুল হক, হরিপদ গোস্বামী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দাবিপত্রে বিদ্যুৎ পরিষেবার উন্নয়ন, অতিরিক্ত বিলের সমস্যা নিরসন, মিটার রিডিংয়ে স্বচ্ছতা, এবং গ্রাহক পরিষেবার মানোন্নয়নের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে।নেতারা জানান,সাধারণ মানুষের স্বার্থে এই দাবিগুলির দ্রুত বাস্তবায়ন জরুরি। প্রশাসন যদি দাবিগুলির প্রতি যথাযথ গুরুত্ব না দেয়, তবে দল বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

