আগরতলা, ১০ জুলাই : বিদ্যুতের ছোবলে এক গবাদি পশুর মৃত্যু হয়েছে। আজ সকালে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের নয়া পতন এলাকায় ৫ নং ওয়ার্ড সংলগ্ন এলাকায় বিদ্যুতের ট্রান্সমিটারে সংস্পর্শে গিয়ে গবাদি পশুর মৃত্যু হয়েছে।
গাভীর মালিক তাহিদ মিয়া জানিয়েছেন, এই ট্রান্সমিটারের সঠিক রক্ষণাবেক্ষণ না করার কারনে গর্ভবতী গাভীর মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, এতে তার আনুমানিক ৪০ হাজার টাকা ক্ষতি হয়েছে। তাই এলাকার মানুষের দাবি অবিলম্বে এই অসহায় কৃষককে দপ্তরের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হোক। পাশাপাশি এই ট্রান্সমিটারের সঠিক রক্ষণাবেক্ষণ করা হোক যাতে করে এই ধরনের ঘটনা আর না ঘটে।

