আগরতলা, ৮ জুলাই: “বেটি বাঁচাও- বেটি পড়াও” ও নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যকে বাস্তবায়িত করার লক্ষ্যে মঙ্গলবার কুমারঘাটের একলব্য ইংরেজি মিডিয়াম বিদ্যালয় প্রাঙ্গণে একদিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের মহতী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এলাকার বিধায়ক ভগবান চন্দ্র দাস। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক বিদ্যাসাগর দেববর্মা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ভগবান দাস বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মেয়েদের অগ্রগতির জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। তারমধ্যে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি অন্যতম। মেয়েরা যেন কারো উপরে বোঝা না হয় সেই লক্ষ্যেই এই উদ্যোগ। এছাড়াও নারী স্বশক্তি করনের জন্য বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এর মাধ্যমে গোটা দেশে নারীরা এগিয়ে যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন বিধায়ক।

