উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় গেমস এন্ড স্পোর্টস ফেস্ট-এর ৪র্থ পর্যায়ে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আগরতলা, ৬ জুলাই: বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় গেমস এন্ড স্পোর্টস ফেস্ট-এর ৪র্থ পর্যায়ে রবিবার দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ মে থেকে শুরু হয়ে বেশ কিছু ইনডোর, আউটডোর গেমস-এর পাশাপাশি আজ দাবা প্রতিযোগিতার পর ১৩ জুলাই প্রেসক্লাবের সাংবাদিক সদস্যদের মধ্যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আজ অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতায় কিরীটি দত্ত চ্যাম্পিয়ন এবং সুপ্রভাত দেবনাথ রানার্স-আপ হয়েছেন। তৃতীয় স্থান পেয়েছেন কীংকর শীল। প্রতিযোগিতা শুরুর প্রাক্কালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি প্রনব সরকার, সহ-সভাপতি শ্রীমতি চিত্রা রায়, সম্পাদক রমাকান্ত দে, কোষাধ্যক্ষ রঞ্জন রায়, কার্যকরী সদস্য সন্তোষ গোপ, বিশ্বজিৎ দে, স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তৃতা ও আলোচনায় প্রত্যেকেই সাংবাদিক খেলোয়াড়দের বিনোদনমূলক এই প্রতিযোগিতার ব্যবস্থাপনায় স্পোর্টস সাব কমিটির ভূয়ষী প্রশংসা করেন।

স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ ওনার বক্তৃতায় খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। ‌ধন্যবাদ জ্ঞাপন করেন স্পোর্টস কমিটির জয়েন্ট কনভেনর সুপ্রভাত দেবনাথ। দাবার বোর্ডে সভাপতি প্রনব সরকার এবং সহ-সভাপতি শ্রীমতি চিত্রা রায় প্রতিকী গুটির চাল দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন। টুর্নামেন্ট পরিচালনা করেন ফি-ডে আরবিট্রেটর মিটন গোপ। প্রতিযোগিতা চলাকালীন আগরতলা প্রেসক্লাবের সহ-সম্পাদক কমল চৌধুরী, কার্যকরী সদস্য অভিষেক দেববর্মা এবং স্পোর্টস কমিটির অন্যান্য সদস্য-সদস্যা প্রমুখ উপস্থিত থেকে খেলোয়ারদের উৎসাহিত করেন এবং শুভেচ্ছা জানান। উল্লেখ্য, আগামী ১৩ জুলাই, সদস্য সাংবাদিকদের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।