হিন্দি বিরোধিতা নয়, শুধুই প্রাথমিক শিক্ষায় চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে: উদ্ধব সেনা স্টালিনের অবস্থান থেকে নিজেকে আলাদা করল

মুম্বই, ৬ জুলাই : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনের হিন্দি চাপিয়ে দেওয়ার বিরোধিতার প্রসঙ্গে স্পষ্ট অবস্থান জানাল উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন উদ্ধব সেনা। দলের সাংসদ সঞ্জয় রাউত রবিবার বলেন, “আমরা হিন্দি ভাষার বিরোধিতা করছি না, আমাদের আপত্তি কেবলমাত্র প্রাথমিক শিক্ষায় হিন্দি বাধ্যতামূলক করার সিদ্ধান্তের বিরুদ্ধে।”

একদিন আগেই দীর্ঘ প্রায় দুই দশক পর এক মঞ্চে দেখা যায় বিচ্ছিন্ন দুই চাচাতো ভাই—উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরেকে। মহারাষ্ট্র সরকার প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত হিন্দিকে তৃতীয় ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত বাতিল করলে দুজনই এই সিদ্ধান্তকে “জনতার বিজয়” বলে অভিহিত করেন।

এই প্রেক্ষিতে এম.কে. স্টালিন তাঁদের অবস্থানকে স্বাগত জানিয়ে বলেন, “ডিএমকে ও তামিল জনগণের প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে ভাষা অধিকারের সংগ্রাম এখন মহারাষ্ট্রেও প্রবাহিত হচ্ছে।” তিনি আরও বলেন, “#উদ্ধবঠাকরের নেতৃত্বে মুম্বইয়ে অনুষ্ঠিত বিজয় সমাবেশ আমাদের উজ্জীবিত করেছে।”

তবে উদ্ধব সেনার পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়। সঞ্জয় রাউত বলেন, “তামিলনাড়ুর মতো আমরা বলি না যে কেউ হিন্দি বলবে না বা হিন্দি বলা যাবে না। আমাদের এখানে হিন্দি সিনেমা, নাটক, গান সবই রয়েছে। তাই আমরা হিন্দি ভাষার বিরুদ্ধে নই। আমরা কেবলমাত্র প্রাথমিক বিদ্যালয়ে হিন্দিকে জোর করে চাপিয়ে দেওয়ার বিরোধিতা করছি।”

তিনি আরও বলেন, “স্টালিন সাহেবের লড়াইয়ের জন্য আমরা শুভকামনা জানাই, তবে আমাদের অবস্থান এক নয়। মহারাষ্ট্রে আমরা হিন্দি বলি এবং বলতেই থাকব।”

এই ঘটনাকে কেন্দ্র করে মহারাষ্ট্রের ভাষা রাজনীতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে, বিশেষ করে মহারাষ্ট্রে ভাষাগত আবেগকে কেন্দ্র করে রাজনীতি করা মঞ্চগুলিতে।