মাঝরাস্তায় উল্টে গেল ফেন্সিডিল বোঝাই গাড়ি

বিশালগড়, ৪ জুলাই : মধ্যরাতে বিশালগড় বিএসএফ ক্যাম্পের গেটের সামনে উল্টে গেল ফেন্সিডিল বোঝাই গাড়ি। লক্ষ লক্ষ টাকার ফেনসিডিল মুহুর্তেই লুটিয়ে পড়েছে রাস্তায়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার মধ্যরাতে। যদিও পাচারকারীদের আটক করতে ব্যর্থ হয় পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড় আদালত থেকে এসডিপিও অফিসের মাঝামাঝি বিএসএফ ক্যাম্পের গেইটের সামনে উল্টে যায় ফেন্সিডিল বোঝাই গাড়ি। জানা গেছে, টিআর০৭এ১৮৪২ নম্বরের একটি ফেন্সিডিল বোঝাই ডিআই গাড়ি কমলনগরে যাওয়ার পথে উল্টে যায়। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনার বিবরণে পুলিশ আধিকারিক জানিয়েছেন, একটি ফেন্সিডিল বোঝাই গাড়ি রাস্তায় উল্টে গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নাম্বার থেকে এই পাচার বাণিজ্যের সাথে জড়িত পাচারকারীদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ।। এদিকে রাতে এই গাড়িটি এবং গাড়িতে থাকা ফেন্সিডিল পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।