সংসদে নিরাপত্তা লঙ্ঘন মামলায় অভিযুক্তদের জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ২ জুলাই : ২০২৩ সালের ডিসেম্বরে সংসদ ভবনে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় জড়িত দুই অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। বিচারপতি সুব্রমনিয়ম প্রসাদ এবং হরীশ বৈদ্যনাথন শঙ্করের ডিভিশন বেঞ্চ অভিযুক্ত নীলম আজাদ এবং মহেশ কুমাওয়াতকে ব্যক্তিগত ৫০,০০০ টাকার বন্ড এবং সমপরিমাণের দুটি জামিনদার শর্তে জামিন মঞ্জুর করেছেন। সাথে আদালত নির্দেশ দিয়েছে, তাঁরা এই ঘটনাকে ঘিরে কোনও মিডিয়াকে সাক্ষাৎকার এবং সামাজিক মাধ্যমে কিছু পোস্ট দিতে পারবেন না। এর আগে ট্রায়াল কোর্ট জামিনের আবেদন খারিজ করায় অভিযুক্তরা হাইকোর্টের দ্বারস্থ হন।

প্রসঙ্গত, ২০০১ সালের সংসদ হামলার বার্ষিকীতে সংসদের জিরো আওয়ারে এক বড় নিরাপত্তা ত্রুটির ঘটনা ঘটে। অভিযুক্ত সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি সংসদের দর্শক গ্যালারি থেকে লাফিয়ে লোকসভা কক্ষে ঢুকে পড়েন এবং হলুদ গ্যাসের ক্যানিস্টার খুলে স্লোগান দিতে শুরু করেন। পরে সংসদ সদস্যদের হস্তক্ষেপে তাদের আটক করা হয়। একই সময়ে, অন্য দুই অভিযুক্ত — আমোল শিন্ডে ও নীলম আজাদ সংসদ ভবনের বাইরে ক্যানিস্টার থেকে রঙিন গ্যাস ছেড়ে “তানাশাহী চলবে না” বলে স্লোগান দিতে থাকেন। পুলিশ চারজনকেই গ্রেফতার করেছিল। পরবর্তী সময়ে কুমাওয়াত ও ঝা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।