বর্তমান সরকার জনজাতি সহ রাজ্যবাসীর কল্যাণে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন:জনজাতিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে। রাজ্যের পূর্ববর্তী সরকারগুলি জনজাতিদের কল্যাণে আন্তরিকভাবে পদক্ষেপ নেয়নি। বর্তমান সরকার জনজাতি সহ রাজ্যবাসীর কল্যাণে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে। ধরতি আবা জনভাগীদারি অভিযানের অঙ্গ হিসেবে আজ গোলকপুর টি.ই. হাইস্কুল প্রাঙ্গণে চন্ডিপুর ব্লকভিত্তিক প্রশাসনিক, স্বাস্থ্য ও সচেতনতা শিবিরের উদ্বোধন করে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা একথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায় বলেন, জনজাতিদের উন্নতির জন্যই ধরতি আবা জনভাগীদারি অভিযানের আয়োজন করা হয়েছে। এই অভিযানে জনজাতি অংশের বহু মানুষ উপকৃত হয়েছেন। তিনি বলেন, সমাজের সব অংশের মানুষের উন্নয়ন হলেই সবকা সাথ, সবকা বিকাশের স্লোগান বাস্তব রূপ পাবে। রাজ্য সরকার এই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করছে। তিনি বলেন, রাজ্য সরকার সব অংশের মানুষের কল্যাণে কাজ করছে বলেই চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে ২০৪ টাকা করা হয়েছে। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জিলা পরিষদ সদস্য বিমল কর, অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা, কৈলাসহর মহকুমার মহকুমা শাসক প্রদীপ সরকার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্ডিপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ। স্বাগত বক্তব্য রাখেন চন্ডিপুর ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস।

চন্ডিপুর ব্লকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রত্যাশা নামে একটি নতুন বইয়ের আবরণ উন্মোচন করা হয়। ব্লকের উদ্যোগে ৮০ বছর বা তার অধিক বয়সী প্রবীণ নাগরিকদের ঘরে ঘরে গিয়ে তাদের প্রয়োজনীয় নথিপত্র আপডেট করা হবে। আশাকর্মীদের মাধ্যমে তাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। এই উদ্যোগের ফলে প্রবীণ নাগরিকগণ প্রশাসনিক পরিষেবার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার সুযোগও পাবেন। আজ এই শিবিরে প্রশাসনের পক্ষ থেকে আধার কার্ড আপডেট, পি.আর.টি.সি, এস.টি. সার্টিফিকেটের জন্য আবেদনপত্র গ্রহণ করা হয়েছে। প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে প্রাণীপালকদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে।