স্মার্ট মিটার বিতর্ক: বিলোনীয়ার বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের সঙ্গে বিধায়কের সাক্ষাৎ

বিলোনীয়া, ৩০ জুন: বিলোনীয়া বিধানসভার অন্তর্গত গ্রাহকদের স্মার্ট মিটারে অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসার অজস্র অভিযোগের ভিত্তিতে বিলোনীয়ার বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার মনোরঞ্জন ত্রিপুরার সঙ্গে ডেপুটেশনে মিলিত হলেন বিলোনীয়ার বিধায়ক দীপংকর সেন। সোমবার সকালে বিধায়ক বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের সঙ্গে স্মার্ট মিটারের এই বিতর্কিত বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিধায়ক দীপংকর সেন, স্মার্ট মিটারে আসা অতিরিক্ত বিল খতিয়ে দেখার এবং এর কারণ অনুসন্ধানের জন্য বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষা করানোর অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, অসংখ্য গ্রাহক এই অস্বাভাবিক বিলের কারণে সমস্যায় পড়েছেন এবং এর একটি সুষ্ঠু সমাধান হওয়া জরুরি।

এছাড়াও, বিধায়ক দপ্তরের পরিকাঠামো উন্নয়নের বিষয়েও একাধিক প্রস্তাব দিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, সামান্য বৃষ্টিতেই জেলা সদরের এই বিদ্যুৎ দপ্তরে জল ঢুকে যায়, যা কর্মীদের কাজের পরিবেশ এবং গ্রাহক পরিষেবা উভয়কেই ব্যাহত করে। এই পরিস্থিতিতে তিনি দ্রুত পুরাতন অফিস ভবন ভেঙে একটি নতুন আধুনিক অফিস নির্মাণের প্রস্তাব পাঠানোর কথা বলেন।

পাশাপাশি, ঈশানচন্দ্র নগর এলাকার জনগণের দীর্ঘদিনের চাহিদার কথা মাথায় রেখে সেখানে একটি নতুন কল অফিস স্থাপনের প্রস্তাবও দেন বিধায়ক। বিলোনীয়া বিদ্যুৎ দপ্তরের অধীনে যেহেতু অসংখ্য গ্রাহক রয়েছেন, তাই পরিষেবা উন্নত করা অত্যন্ত প্রয়োজন বলে তিনি মনে করেন।

জনগণের সমস্যা সমাধানে বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। এখন দেখার বিষয়, বিদ্যুৎ দপ্তর এই দাবিগুলো পূরণে কতটা দ্রুত পদক্ষেপ নেয়।