আগরতলা, ৩০ জুন: নেশা সামগ্রী ক্রয় বিক্রয় করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে চার যুবক। তার কাছ থেকে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার, নগদ ৭ হাজার টাকা, একটি মোবাইল, একটি স্কুটি এবং বাইক বাজেয়াপ্ত করেছে। যার বাজারমূল্য আনুমানিক দেড় লক্ষাধিক টাকা হবে। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন এস ডি পিও দেবপ্রসাদ রায়।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে
পূর্ব আগরতলা থানায় খবর আসে বাইক নিয়ে কিছু যুবক মহারাজগঞ্জ লাল মাটিয়া এলাকায় নেশা সামগ্রী ক্রয় বিক্রয় করতে আসবে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে বাইক, স্কুটি সহ চারজন নেশা কারবারিকে গ্রেফতার করেছে।
তিনি আরও বলেন, ধৃতরা হলেন, রাজীব রায় মিঠুন দাস, রাহুল রায় এবং বিমল বর্ধণ। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগারের কৌট, নগদ ৭ হাজার টাকা, একটি মোবাইল, একটি স্কুটি এবং বাইক বাজেয়াপ্ত করেছে। যার বাজারমূল্য আনুমানিক দেড় লক্ষাধিক টাকা হবে।

