মণিপুরে উগ্রবাদীদের অতর্কিত হামলা, মৃত চার, নিহত কুখ্যাত কুকি জঙ্গি নেতাও

চূড়াচাঁদপুর, ৩০ জুন : মণিপুরের চূড়াচাঁদপুর জেলার মঙজাং গ্রামে সোমবার দুপুরে উগ্রবাদীদের অতর্কিত হামলায় চারজন নিহত হয়েছেন। ঘটনার পেছনে কুকি জঙ্গি গোষ্ঠীগুলির অন্তর্দ্বন্দ্বের সম্ভাবনা উঠে আসছে বলে দাবি পুলিশের। মণিপুর পুলিশ জানিয়েছে, দুপুর ১টা থেকে ২টার মধ্যে একটি গাড়িকে লক্ষ্য করে এই অতর্কিত হামলা চালানো হয়েছে। গাড়িতে থাকা তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে। এছাড়াও, এক ৬০ বছর বয়সী মহিলা ওই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনিও গুলির আঘাতে গুরুতর জখম হন এবং পরে মারা গেছেন।

নিহতদের মধ্যে রয়েছেন কুকি ন্যাশনাল অর্গানাইজেশন/কুকি ন্যাশনাল আর্মি-র ডেপুটি কমান্ডার-ইন-চিফ হিসেবে পরিচিত থাংবই হাউকিপ ওরফে ‘থাফ্পি’। এই সংগঠনটি কুকি জনজাতিভিত্তিক একটি প্রভাবশালী জঙ্গি গোষ্ঠীটির কুখ্যাতি রয়েছে। এই হামলার পিছনে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি-র হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ইউকেএনএ একটি ভিন্নমতাবলম্বী কুকি গোষ্ঠী যাদের সঙ্গে কেএনও/কেএনএ-র দীর্ঘদিনের শত্রুতা রয়েছে।

তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থল থেকে ৫.৫৬ মিমি ক্যালিবারের একাধিক খালি গুলির খোল পেয়েছে। গাড়ির শরীরে বহু গুলির চিহ্ন দেখা গেছে, যা থেকে স্পষ্ট যে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করা হয়েছিল। ঘটনার পর অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলেছে। চূড়াচাঁদপুর শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে এই হামলা সংঘটিত হওয়ায় প্রশাসন ভিষণ চিন্তায় পড়েছে।

পুলিশি তদন্ত চলছে। এখনও পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় গোটা এলাকায় মণিপুর প্রশাসন উচ্চ সতর্কতা জারি করেছে।