নৌবাহিনীর যুদ্ধজাহাজে প্রথম অরুণাচলী কমান্ডার, ইতিহাস গড়লেন রনি চাওপু

নয়াদিল্লি, ২৯ জুন:
অরুণাচল প্রদেশের নামসাই জেলার রনি চাওপু গড়লেন এক ঐতিহাসিক নজির। তিনি ভারতের ইস্টার্ন ফ্লিটের একটি ফ্রন্টলাইন যুদ্ধজাহাজের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করে নিজ রাজ্যের প্রথম ব্যক্তি হিসেবে এই সম্মান অর্জন করলেন। শনিবার এক সরকারি বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী এই তথ্য জানিয়েছে।

নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, “এই দায়িত্বভার গ্রহণ শুধুমাত্র একটি ব্যক্তিগত সাফল্য নয়, এটি অরুণাচলের যুব সমাজের জন্য এক আলোকবর্তিকা। কমান্ডার চাওপুর এই অর্জন প্রমাণ করে যে অধ্যবসায় ও নিষ্ঠা থাকলে সীমান্তবর্তী রাজ্যের তরুণেরাও দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”

২০০৮ সালে নৌবাহিনীর এক্সিকিউটিভ ব্রাঞ্চে কমিশনপ্রাপ্ত হন কমান্ডার চাওপু। তিনি যোগাযোগ ও ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে বিশেষজ্ঞ। কর্মজীবনে তিনি একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও ফ্রিগেট শ্রেণির যুদ্ধজাহাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।

দেরাদুনের রাষ্ট্রীয় ভারতীয় সামরিক কলেজ (RIMC) এবং খড়গবাসলার জাতীয় প্রতিরক্ষা একাডেমি (NDA)-র প্রাক্তনী চাওপুর পেশাগত জীবন দেশসেবার এক উজ্জ্বল উদাহরণ। তিনি নৌসেনার সদর দপ্তর, ফ্লিট হেডকোয়ার্টার এবং অন্যান্য কৌশলগত কেন্দ্রে অপারেশনাল ও স্টাফ অফিসার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেছেন।

উল্লেখযোগ্যভাবে, চাওপু উত্তর-পূর্বাঞ্চলে ভারতীয় নৌবাহিনীর আউটরিচ প্রোগ্রামগুলোর অন্যতম মুখ ছিলেন। ২০২২ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত বিশেষ আউটরিচ অভিযানে অংশগ্রহণ করেন তিনি। ওই প্রোগ্রামের আওতায় নৌসেনার একটি দল ৩,৫০০ কিমি দীর্ঘ বাইক অভিযান চালায় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে।

নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, ‘সূর্যোদয়ের ভূমি’ অরুণাচল থেকে উঠে এসে ‘সানরাইজ ফ্লিট’ নামে পরিচিত ইস্টার্ন ফ্লিটে যুদ্ধজাহাজের কমান্ডার হিসেবে দায়িত্ব নেওয়া চাওপুর এই যাত্রা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তাঁর এই কৃতিত্বের জন্য দেশজুড়ে নানা মহল থেকে প্রশংসা ও শুভেচ্ছা বার্তা পাচ্ছেন তিনি ও তাঁর পরিবার।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১ নভেম্বর প্রতিষ্ঠিত ইস্টার্ন ফ্লিট বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনীর আধিপত্য বজায় রেখে সেই সময়কার যুদ্ধ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ঢাকায় পাকিস্তানি সেনার আত্মসমর্পণের ইতিহাসে এই ফ্লিটের অবদান স্মরণীয় হয়ে আছে।

কমান্ডার রনি চাওপুর এই ঐতিহাসিক দায়িত্বভার গ্রহণ নিঃসন্দেহে ভারতের সামরিক ইতিহাসে উত্তর-পূর্বাঞ্চলের এক উজ্জ্বল সংযোজন।