গুয়াহাটি, ২৯ জুন – অম্বুবাচী উৎসবের সমাপ্তির পর শনিবার গুয়াহাটির ঐতিহাসিক নীলাচল পাহাড়ের শীর্ষে অবস্থিত মা কামাখ্যার মন্দিরে পুজো দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মন্দির দর্শনের পর তিনি এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন—ভক্তদের যাত্রা আরও সহজ ও স্বল্পসময়ে সম্পন্ন করতে কামাখ্যা মন্দির পর্যন্ত দুটি রোপওয়ে নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, একটি রোপওয়ে কামাখ্যা রেলস্টেশন থেকে এবং অপরটি সোনারাম ফিল্ড থেকে মন্দির পর্যন্ত নির্মিত হবে। এই দুই রোপওয়ে প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে এবং শীঘ্রই কাজ শুরু হবে। পাশাপাশি আরও কিছু সম্ভাব্য রোপওয়ে প্রকল্প নিয়ে সমীক্ষাও চলছে।
তিনি বলেন, “এই রোপওয়ে দুটি চালু হলে ভক্ত ও পর্যটকদের যাত্রা হবে আরও সাচ্ছন্দ্যময় ও দ্রুত। ফলে দর্শনার্থীর সংখ্যা যেমন বাড়বে, তেমনি রাজ্যের পর্যটন শিল্প ও অর্থনীতিও পাবে নতুন গতি।”
মুখ্যমন্ত্রী আরও জানান, অম্বুবাচী উৎসব চলাকালীন ভক্তদের ভিড় থাকায় তিনি সেসময় মন্দিরে আসতে পারেননি। উৎসব শেষ হওয়ার দু’দিন পর আজ পরিবারের সদস্যদের নিয়ে মা কামাখ্যার দর্শনে এসে তিনি অসমবাসীর মঙ্গল কামনায় প্রার্থনা করেন।
অম্বুবাচী উৎসবের সফল আয়োজনের জন্য মুখ্যমন্ত্রী মন্দির কমিটি, পর্যটন বিভাগ, মন্ত্রী রণজিৎ কুমার দাস সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
প্রসঙ্গত, এবছর অম্বুবাচী মেলা শুরু হয়েছিল ২২ জুন এবং ২৬ জুন মায়ের দরজা খোলার মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটে। কামাখ্যা মন্দির তন্ত্র সাধনার অন্যতম প্রধান কেন্দ্র এবং এটি ভারতের ৫১টি শক্তিপীঠের মধ্যে একটি। প্রতি বছর দেশ-বিদেশের লক্ষাধিক ভক্ত এই মন্দিরে আসেন।
রোপওয়ে প্রকল্প বাস্তবায়িত হলে মা কামাখ্যা দর্শন হবে আরও সহজ ও আকর্ষণীয়। তীর্থস্থান হিসেবে কামাখ্যা মন্দির আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে আরও দৃঢ়ভাবে স্থান করে নেবে—এমনটাই আশা প্রশাসনের।

