আগরতলা, ২৭ জুন : মাস্টারপাড়া এলাকায় জন্ডিস ব্যাধিতে আক্রন্ত একাধিক মানুষ। সে ব্যাপারে আজ ডিডব্লিউএসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে বড়দোয়ালি ব্লক কংগ্রেস।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক কংগ্রেস কর্মী বলেন, ত্রিপুরায় কিছুদিন আগে বন্যা হয়েছিল। তারপর থেকে বেশ কিছুদিন ধরেই মাস্টার পাড়া এলাকায় জল বাহিত রোগ জন্ডিসের প্রাদুর্ভাব দেখা গিয়েছে। ওই এলাকায় নতুন করে ডিডব্লিউএস থেকে পরিশোধিত পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছিল। সেই জল খেয়েই জন্ডিসের প্রাদুর্ভাব সেই এলাকায় দেখা দেয় বলে অভিযোগ। এখনো পর্যন্ত প্রায় ৭০ জন ওই ব্যাধিতে আক্রান্ত। তাই আজ ডিডব্লিউএসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে বড়দোয়ালি ব্লক কংগ্রেস। তাঁর কথায়, অবিলম্বে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে এই সমস্যা আগামী দিনে মহামারির আকার ধারণ করবে।

