আগরতলা, ২৭ জুন : রহস্যময় আগুনে অগ্নিদগ্ধা হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। ওই ঘটনায় কৃষ্ণনগর ব্যানার্জি পাড়া এলাকায় তীব্র শোকের ছায়া ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ ও দমকলবাহিনী।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে কৃষ্ণনগর ব্যানার্জি পাড়ার ভানুমতী আচার্য্য(৭৫) রান্নাঘরে ছিলেন। আচমকাই প্রতিবেশীরা ঘরে প্রথমে আগুন দেখতে পান। সাথে সাথে প্রতিবেশীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ এবং দমকল বাহিনী। পরবর্তী সময়ে দেখা গিয়েছে স্টোভের সামনে বৃদ্ধার দগ্ধ মৃতদেহ পড়ে রয়েছে। দমকলকর্মীরা মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে।

