আগরতলা, ৫ ফেব্রুয়ারি: প্রকাশ্য দিবালোকে দোকানে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক এক নেশাখোর চুর। পরবর্তী সময়ে সোনামুড়া থানার পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। ওই ঘটনায় গোটা নারায়ণ কালাপাথর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনা বিবরণে জানা গিয়েছে, দুর্লভ নারায়ণ কালাপাথর এলাকার সুব্রত দেববর্মা নামে একুশ বছরের এক যুবক। নেশার করাল গ্রাসে আসক্ত হয়ে নেশার টাকা জোগাড় করার জন্য বিভিন্ন স্থানে, চুরি করে থাকে। মূলত সে কৌটা সেবন করে। আজকে যখন সেই দুর্লভ নারায়ন এলাকার এক মহিলা দোকানে চুরি করতে গিয়েছিল। সে মহিলার দোকানের ক্যাশ থেকে নগর টাকা চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ওই মহিলা তাকে আটক করেন। সাথে সাথে মুহূর্তের মধ্যে গ্রামের মানুষের জড়ো হয়। শেষ পর্যন্ত তার কাছ থেকে চুরি করা টাকা ও একটি কোটার প্যাডেল পাওয়া যায়।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে সোনামুড়া থানার পুলিশ। রথের দিনে মহিলার দোকানের চুরিকে কেন্দ্র করে এলাকায় এক বিরাট চাঞ্চল্য তৈরি হয়।

